Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাটহাজারীর বিপণী বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

আসলাম পারভেজ, হাটহাজারী (চট্টগ্রাম) থেকে : মুসলমানদের ৩০ রোজা সিয়াম সাধনের পর আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। এই ঈদকে সামনে রেখে নতুন জামা কাপড় ক্রয় করছে মুসলমান নর-নারী, আবাল বৃদ্ধা, শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ। এই ঈদকে সামনে রেখে হাটহাজারী মার্কেটের দোকানগুলোতে ক্রেতা-বিক্রিতারা একেবারে কানায় কানায়। হাটহাজারী উপজেলার লোকজন ছাড়াও পার্শ্ববর্তী উপজেলার লোকজন এসে হাটহাজারী মার্কেটগুলোকে ব্যাপক হারে ভীড় জমিয়েছে। উপজেলার চৌধুরীহাট, হাটহজারী বাজার, হাটহাজারী বাসষ্টেশন সরকারহাট, নন্দীরহাট, কাটিরহাট, মদুনারঘাট, আমান বাজার সহ প্রভৃতি বাজারের শপিং মল গুলো বর্তমানে ক্রেতা-বিক্রিতারাই জমজমাট করে তুলেছে।
ঈদকে সামনে রেখে উল্লেখিত এলাকা কাপড়ের দোকান, জুতার দোকান, টেইলার্স, সেলুন, সকল প্রকারের দোকানে বর্তমানে উপছে পরা ভীড় জমিয়েছে ক্রেতারা। প্রতি বছরের মত হাটহাজারী মার্কেট গুলোতে নতুনত্ব বৈচিত্র্য থাকার ফলে ক্রেতারা ঝুকে পড়েছে। বিভিন্ন ব্রান্ডের দোকানগুলোতে ক্রেতাদের ভীড় সামলাতে দোকানীদের রীতিমত হিমসিম খেতে হচ্ছে। ক্রেতারা পচ্ছন্দের পোশাকটির জন্য এক দোকান হতে অন্য দোকানে ছুটে বেড়াচ্ছে। আর এই সুযোগে বিক্রেতারা হাতিয়ে নিচ্ছে ক্রেতাদের কাজ থেকে অধিক মূল্য। দোকানগুলোতে বাহারী তরুনদের বাহারী শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, টি শার্ট থেকে শুরু করে তরুণীদের বিভিন্ন ডিজাইনের কামিজ, ফতুয়া বিভিন্ন নামের পাইজমা বিক্রি হচ্ছে। ঈদে ঘর সাজানো আসবাবপত্র প্লাষ্টিক সামগ্রী বিক্রি হচ্ছে দেদারছে। মহিলারা কাপড় পছন্দ করতে হাটহাজারী কাঁচারী সড়কের এন জহুর মার্কেট, সিটি সেন্টার ক্রেতারা ঝুঁকে পড়েছে। সিটি সেন্টার মার্কেটে নিউদুল নামে একটি দোকানে মহিলাদের সরঞ্জাম বেশি থাকায় নিউদুল নামক দোকানে ভীড় করছে ক্রেতারা। পাশাপাশি তরুন প্রজম্মের পাঞ্জাবী নিতে হাটহাজারী কাঁচারী সড়কের আলী মমতাজ মার্কেটের সেলিম পাঞ্জাবীর দোকানে উপছে পরার ভীড় জমেছে। ক্রেতারা পচ্ছন্দের পাঞ্জাবী দামে সস্তা উন্নত মানের বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবী ক্রেতাদের মিলছে। তাই তরুন প্রজম্ম এখন সেলিম পাঞ্জাবীর দোকানে ভীড় জমিয়েছে। এছাড়া হাটহাজারী বাজারের পুতপাতের মার্কেটগুলো অন্যান্য বড় বড় নামিদামী মার্কেটগুলোর সাথে পাল্লা দিয়ে বিকিকিনি করছে। পাশাপাশি হাটহাজারী বাজারে ওয়ান টু নাইনটি নাইন দোকানে প্রতিদিন ক্রেতাদের ভীড়ে মনে হয় দোকান ভেঙ্গে ফেলবে এই রকম অবস্থা দেখা যায়। এদিকে প্রতিদিন ইফতারে পর পর বেশ কিছু বখাটে যুবক হাটহাজারী বাজার সহ উল্লেখিত বাজারগুলোতে রাস্তায় মার্কেটের অলি-গুলিতে অহেতু ভীড় জমাতে দেখা যায়। তাদের কারনে মহিলারা বাজার করতে হিমসিম খেতে হয়। তবে এই ব্যাপারে স্থানীয় প্রশাসন সবসময় কড়া নজর দিয়ে রাখছে যেন আইন শৃংঙ্খলা অবনতি না হয়। এই ব্যাপারে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো: বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান ঈদ উপলক্ষে সমগ্র হাটহাজারী মার্কেটগুলো সহ কাঁচা বাজার এবং ব্যাংক গুলোতে সাদা পোশাকদারী ও মহিলা পুলিশ সহ আইন শৃংঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ