রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পৃথক দুটি অভিযানে ২৪০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- উপজেলার মোবারকপুর ইউনিয়নের দানিয়ালপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৪০) ও শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘি চাঁদপুর গ্রামের মনজুর রহমানের ছেলে শাহজাহান ওরফে মহবুল (৪৫)। শিবগঞ্জ থানার এসআই আবদুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত সোয়া এগারটার দিকে শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়ে ১৮০ বোতল ফেনসিডিলসহ শাহজাহানকে আটক করা হয়। অপরদিকে বুধবার বিকেলে তরিকুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ তরিকুলকে আটক করে এসআই গোলাম মোস্তফা। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।