রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাবনা জেলা সংবাদদাতা : পবিত্র রমজান মাস শেষের দিকে। রমজান মাস জুড়ে কাঁচাপণ্যের দাম কমেনি। বরং দফায় দফায় বাড়ছে। চাউলের বাজার অস্থিতিশীল। কেজিতে প্রতিদিন চাউলের দাম বাড়ছে। দাম বৃদ্ধির ক্ষেত্রে সরকারি দলের নেতারা বলছেন, বিএনপির ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজি। সাধারণ মানুষ বলছেন, ব্যবসা শুধু বিএনপির লোকজনই করেন না, আ.লীগের লোকজনেরও জোরের ব্যবসা আছে। আর ব্যবসায়ী হলো ‘বেনিয়া।’ কোন দলের এটা মুখ্য নয়। মুখ্য হচ্ছে অধিক মুনাফা অর্জন করা। সরকার টিসিবি’র অপারেশন করে বাজারে চিনি, ডাল, তেলের মূল্য কিছুটা স্বাভাবিক রাখতে সক্ষম হলেও চাউলের ক্ষেত্রে সেটা হয়নি। কাঁচা পণ্য টিসিবি বিপণন করে না। ফলে একেবারেই লাগামহীন। রোজা আসলেই দেশে জিনিস-পত্রের দাম বাড়ে। অন্যান্য ইসলামিক দেশে রোজার মাসে পণ্যের দাম কমে। সরকার ভর্তুকি দেন। ব্যতিক্রম এই দেশে। পাবনার বাজারে সবজির দাম, চাউলের দাম বাড়ছে। মুরগীর দাম স্থিতিশীল থাকলেও গত মঙ্গলবার বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার, সোনালী, দেশী ও কক মুরগীর দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। বেগুন কেজি প্রতি ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। সব সবজীর উপরই কেজি প্রতি গড়ে ৫-৬ টাকা বেড়েছে। বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের লোকজন কাঁচা বাজার আর চাউলের বাজার স্থিতিশীল রাখতে তেমন জোড়ালো পদক্ষেপ নিচ্ছেন না অথবা নিতে পারছেন না। পাবনার ঈশ্বরদীর জয়নগরে চালের সবচেয়ে বড় মোকাম। মোকামে এক সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি চাউলের দাম গড়ে ৪শ’ টাকা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে এক বস্তা ৮৪ কেজি ওজনের মিনিকেট চাল বিক্রি হয়েছে ৩ হাজার ৪শ’ পঞ্চাশ টাকা। এখন প্রতি বস্তা বিক্রি হচ্ছে ৩ হাজার ৮শ’ পঞ্চাশ টাকা দরে। খুচরা বাজারে এই চাল আসার পর দাম আরও বাড়ছে। খুচরা ব্যবসায়ীরা এই চালের উপর পরিবহন খরচ যোগ করছেন। মিনিকেট চাল কিনেও ক্রেতা সাধারণ ঠকছেন। চাতালে মোটা চাল প্রসেস করে চিকন করে মিনিকেট বানানো হচ্ছে। পাবনার ঈশ্বরদীতে কতিপয় চাল প্রসেসিং মিলে এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। চালের মধ্যে সাদা ক্ষুদ্র পাথর মেশানো হচ্ছে ওজন বাড়ানোর জন্যে। চাল আর সবজি নিয়ে মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। সবজি কিনেও শান্তি নেই। ক্ষেতে বিষ প্রয়োগের পর সময় না দিয়ে তাড়াতাড়ি বেশী দামে বিক্রির জন্য বাজারে নিয়ে আসা হচ্ছে। এই সবজি মানুষের শরীরের জন্য ঝুঁকিপূর্ণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।