Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুতুবদিয়ায় ১৯টি অস্ত্র ৬২১ রাউন্ড গুলিসহ শ্রমিক লীগ নেতা গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৭, ২:৩৩ পিএম

চট্টগ্রাম ব্যুরো : উনিশটি আগ্নেয়াস্ত্র আর ৬২১ রাউন্ড গুলিসহ কক্সবাজার জেলার কুতুবদিয়া থেকে শ্রমিক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। স্থানীয়রা জানায় গ্রেফতার মনুয়ারুল ইসলাম মুকুল কক্সবাজার জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক। র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আমিরুল্লা জানান বুধবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান কুতুবদিয়া থানাধীন কৈয়ারবিল ইউপির পরান সিকদার পাড়া ডা. জাবেদ আহমেদ চৌধুরীর বাড়িতে কিছু সংখ্যক লোকজন সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে একটি চৌকস আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে আসামী মনুয়ারুল ইসলাম চৌধুরী মুকুলকে (৫২) গ্রেফতার করা হয়। পরে তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে তার দেখানো তথ্য মতে বসত ঘর হতে ৬ টি এসবিবিএল, ১৩ টি ওয়ান শুটারগান এবং ৬২১ রাউন্ড গুলি/কাতুজ উদ্ধার করা হয়। র‌্যাব জানায় মনুয়ারুল ইসলাম চৌধুরী মুকুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সে এলাকায় ডাকাতি, লবণ চাষিদের কাছ থেকে চাঁদা আদায়, মাছের ঘের থেকে চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম ও অস্ত্রের ব্যবসা পরিচালনা করে থাকে। এলাকার জনসাধারণের মনে আতংক সৃষ্টি করার জন্য এবং প্রভাব বিস্তারের লক্ষ্যে তারা সর্বদা অবৈধ অস্ত্র মজুদ রাখে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ