Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

দুই মহাসড়কে গাড়ির দীর্ঘ লাইন, ভোগান্তিতে ঈদে ঘরমুখো মানুষ

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৭, ১১:১৫ এএম

সাভার থেকে স্টাফ রিপোর্টার : ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ঢাকা আরিচা মহাসড়ক ও আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। সেখানে সৃষ্টি হয়েছে যাত্রীবাহী গাড়ির দীর্ঘ লাইন। আর এতে জনদুর্ভোগ পৌঁছেছে চরমে।
বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা আরিচা মহাসড়কের রেডিও কলোনী থেকে সাভার বাজার বাসষ্ট্যান্ড ও থানা বাসষ্ট্যান্ড থেকে সাভার বাজার বাসষ্ট্যান্ড পর্যন্ত তীব্র যানজট দেখা দিয়েছে। এছাড়া ঢাকা আরিচা মহাসড়কের মধুমতী থেকে আমিনবাজার পর্যন্ত যানজটের চিত্র প্রকট। আর এ কারণে বাস যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। মহাসড়কে বৃষ্টির কারণে কোথাও কোথাও খানা খন্দেরও সৃষ্টি হয়েছে।
অন্যদিকে সকাল থেকেই বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট দেখা গেছে। মহাসড়কে গাড়ির দীর্ঘ লাইন পড়ে গেছে।
এ বিষয়ে সাভার ট্রাফিক পুলিশের ইনচার্য (টিআই ) আবুল হোসেন বলেন যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ