Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ঈদের জামাতে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা :  আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী জুড়ে অনুষ্ঠিত হবে ৪১০টি জামাত। এগুলোসহ সারাদেশের ঈদজামাতের নিরাপত্তা বিধানে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৈঠকে জানানো হয়, ঢাকায় ৪১০টি এবং দেশজুড়ে ঈদের জামাতে পোশাকধারী পুলিশসহ সাদা পোশাকে পুলিশ দায়িত্ব করবেন। এ ছাড়া দেশের সব শপিংমল, কূটনৈতিক এলাকায়ও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এসব এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলেও জানানো হয় বৈঠকে। আসাদুজ্জামান খাঁন কামাল জানান, দেশে জঙ্গি তৎপরতাও কমে এসেছে। গত বছরের ১ জুলাই হলি আর্টিজানের মর্মান্তিক ঘটনা সংগঠিত হওয়ার পরও দেশের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সেই অবস্থার উন্নতি হয়েছে। এদিকে বুধবার বিকালে নিউমার্কেট এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, ঈদ জামাতকে কেন্দ্র করে কোনও ধরনের সন্ত্রাসী হামলার হুমকি নেই। তিনি জানান, ঈদের ছুটিতে রাজধানীর বাড়িগুলোতে পর্যান্ত নিরাপত্তা দেয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ভ্রাম্যমাণ পুলিশ ও চেকপোস্টগুলো সতর্ক অবস্থানে থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ