Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত শিবগঞ্জের নেতাকর্মীরা পরিবারের জন্য দোয়া

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৭, ১২:০০ এএম


বগুড়া ব্যুরো ঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত বগুড়া জেলার প্রত্যন্ত গ্রামের দলের নেতাকর্মী ও তাদের পরিবার সদস্যরা। সাবেক প্রধানমন্ত্রী ও তার পুত্রের নির্দেশে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মীর শাহে আলম গত মঙ্গল ও বুধবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান, পাকুড়তলা, সৈয়দপুর ও মোকামতলা এলাকার ৮৪ নেতাকর্মীর বাড়ি বাড়ি যান এবং তাদের প্রত্যেক পরিবারের কাছে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। এসময় তিনি সবার কাছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চাওয়া হয়। নির্যাতিত নেতাকর্মীরা এসময় উপহার সামগ্রী পেয়ে আবেগাপ্লুত হন এবং দুহাত তুলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবারের জন্য দোয়া করেন। উল্লেখ্য, বিগত ১৪ সালের ৫ জানুয়ারীর অবৈধ নির্বাচন প্রতিরোধ এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নির্যাতিত, আহত, জেল জুলুমের শিকার হয়েছিলেন এসব নেতাকর্মী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ