Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চারটি স্যালো মেশিন পুড়িয়ে দেয়া হয়েছে বগুড়ায় ৫ বালু দুস্যর জেল

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, বগুড়া : বগুড়া সদরের রাজাপুরে করতোয়া নদী থেকে অবৈধভাবে ৫ বালু উত্তোলনকারীকে হাতেনাতে আটক করেছে বগুড়া সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হাবিবুল হাসান রুমি। এসময় তাঁর নির্দেশে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি স্যালো মেশিন পুড়িয়ে দিয়েছে পুলিশ। করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক ৫ ব্যক্তির প্রত্যেককে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ওই ভ্রাম্যমান আদালত।
বগুড়া সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: হাবিবুল হাসান রুমি জানান, গ্রেফতারকৃতদের প্রত্যেককে ১৫ দিনের জেল দেয়া হয়েছে এবং ঘটনাস্থলে বালু উত্তোলনের জন্য ব্যবহৃত চারটি স্যালো মেশিন পুড়িয়ে ধংস করে দেয়া হয়েছে। তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। আর যাতে কোন বালু দস্যু করতোয়া নদীর ক্ষতি করতে না পারে সেদিকে প্রশাসন সর্বদা সজাগ থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ