Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

ঘরমুখো মানুষের নিরাপত্তায় পুলিশের ভিডিওচিত্র

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে এবং মলম পার্টি ও অজ্ঞান পার্টির মত প্রতারক চক্র সম্পর্কে সচেতনতা বাড়াতে নগরীর স্টেশন ও টার্মিনালগুলোতে ভিডিও চিত্র প্রদর্শন করছেন পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে সচেতনতামূলক এ ভিডিও চিত্র দেখতে যাত্রীদের ভিড় জমছে। নগরীর রেল স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ-ঘাটে প্রজেক্টরের মাধ্যমে প্রতিদিন ভিডিও চিত্র প্রচার করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা জানান, এর ফলে জনগণের মধ্যে নিজেদের নিরাপদ রাখার প্রতি সচেতনতাবোধ সৃষ্টি হচ্ছে। নগরবাসীর জীবনযাত্রাকে আরো নিরাপদ ও নির্বিঘœ করতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান তারা। অজ্ঞান পার্টি ও মলম পার্টিসহ যে কোন ধরনের প্রতারক চক্র সম্পর্কে নিকটস্থ থানায় তথ্য দিতে ডিডিও চিত্রে জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ