Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৭, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : চৌদ্দগ্রাম পৌরসভার ২০১৭-২০১৮ অর্থ বছরের ৩২ কোটি ৩১ লাখ ১৯ হাজার ৯০৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মিজানুর রহমান। বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ৩২ কোটি ৩১ লাখ ১৯ হাজার ৯০৬ টাকা। এরমধ্যে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৪ কোটি ৬৭ লাখ ৮৭ হাজার ৩১১ টাকা। রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েেছ ৪ কোটি ৪০ লাখ হাজার টাকা। উদ্ধৃত ২৭ লাখ ৮৭ হাজার ৩১১ টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২৭ কোটি ৬৩ লাখ ৩২ হাজার ৫৯৫ টাকা। উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৯০ লাখ। উদ্ধৃত ১ কোটি ৭৩ লাখ ৩২ হাজার ৫৯৫ টাকা। পৌর সচিব হারুন অর রশিদের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান, সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেল) মেহেদী হাসান, চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল, আ’লীগ নেতা জিএম মীর হোসেন মীরু, সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সোলমোন কোম্পানী, আ’লীগ নেতা মজিবুর রহমান মধু, ইদ্রিস মিয়াজী, প্যানেল মেয়র কাজী নজরুল ইসলাম কামাল, কাউন্সিলর মোখলেছুর রহমান, মফিজুর রহমান, মোঃ ইউনুছ, সাইফুল ইসলাম পাটোয়ারী, সাইফুল ইসলাম শাহীন, কাজী বাবুল, সহকারী প্রকৌশলী শাখাওয়াত হোসনে, উপসহকারী প্রকৌশলী আবদুল আলিমসহ পৌরসভার বিভিন্ন দফতরের র্কমর্কতা-র্কমচারী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ