Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রেসিডেন্ট কুচকাওয়াজ অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৭, ১২:০০ এএম

আইএসপিআর : বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ২য় বিএমএ গ্রাজুয়েট কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে গতকাল চট্টগ্রামস্থ বিএমএ’তে প্রেসিডেন্ট কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মিলিটারি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সিরাজুল ইসলাম শিকদার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন। এই কুচকাওয়াজ এর মাধ্যমে মোট ১৬ জন ক্যাডেট কমিশন লাভ করেন। যার মধ্যে ১৪ জন পুরুষ এবং ২ জন মহিলা রয়েছে। ২য় বিএমএ গ্রাজুয়েট কোর্সের অফিসার ক্যাডেট আব্দুল্লাহ-আল-ফয়সাল সার্বিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেরা চৌকস ক্যাডেট বিবেচিত হন এবং মর্যাদাপূর্ণ “বিএমএ কেইন’ লাভ করেন। এর আগে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট বেলম্যান হ্যাঙ্গারে এসে পৌঁছালে বাংলাদেশ মিলিটারি একাডেমির ব্যাটালিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ নাজমুল হক তাঁকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিএমএ ও চট্টগ্রাম অঞ্চলের সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ