বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহ ব্যুরো : ‘পবিত্র রমজান মাসেও পাহাড়ের র্দূগতরা ত্রাণ পাচ্ছে না’ বলে অভিযোগ করেছেন ময়মনসিংহ জেলা ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ। এ সময় বক্তরা বলেন, দেশের মানুষ জুলুম অত্যাচারের মধ্যে আছে। পবিত্র রমজান মাসেও ত্রাণ পাচ্ছে না পাহাড়ের র্দূগতরা। এমনকি যারা ত্রাণ নিয়ে যাচ্ছে তাদের উপর হামলা করা হচ্ছে। গতকাল বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর চরপাড়াস্থ সরগরম রেষ্টুরেন্টে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ এ অভিযোগ করেন। সংগঠনের সভাপতি মতিউর রহমান মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী নাসির আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়তের যুগ্ম সাধারণ মাওলানা নূরুল আবসার মাসুম। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ সদর আসনের সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন খান দুলু, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী, নির্বাহী সদস্য তাজুল ইসলাম টিপু, কেন্দ্রীয় যুব জমিয়ত নেতা মাওলানা মহিউদ্দীন আল মুমিন, মহানগর যুব জমিয়ত আহবায়ক মাওলানা ওলিউল্লাহ, জেলা যুব জমিয়ত সেক্রেটারি মাওলানা নূরুদ্দীন সরকার, ছাত্র জমিয়ত সিনিয়র সহসভাপতি হুযায়ফা ওমর, সহ-সভাপতি শরিফুল ইসলাম, ছাত্র নেতা আব্দুল আলীম, আনাস, আল আমীন, নূরুল আলম, মাহমূদুল হাসান, রাকিব প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।