বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীতে ছিনতাইয়ের সময় চলন্ত রিকশা থেকে পড়ে তরুণী শিরিন আক্তার নিহত হওয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার এরশাদ উল্লাহ (৩৩) নগরীর কোতোয়ালি থানার লাভলেইন এলাকার বাসিন্দা। পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, মঙ্গলবার লাভ লেইন এলাকার বাসা থেকে এরশাদকে গ্রেফতার করা হয়। তার আরেক সাহযোগী এ ঘটনায় জড়িত। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।
নগরীর জামালখান এলাকায় গত ১৩ জুন মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা শিরিন আক্তার নামের রিকশাআরোহী ওই তরুণীর ব্যাগ ধরে টান দিলে তিনি পড়ে গিয়ে আহত হন। ছয়দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান শিরিন। চট্টগ্রামের পটিয়া উপজেলার চক্রশালা এলাকার মৃত ফজলুল করিমের মেয়ে শিরিন ঈদের কেনাকাটা করতে নগরীর ব্যাটারি গলিতে বোনের বাসায় এসেছিলেন।
ওই ঘটনার পর চকবাজার থানা পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা আসামিদের ধরতে কাজ শুরু করেন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার এরশাদকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। লাভ লেইনের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযানের সময় এরশাদের বাসার খাটের নিচ থেকে বস্তাভর্তি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। এরশাদের মোটর সাইকেলটিও পুলিশ নিয়ে গেছে।
নাম প্রকাশ না করে পুলিশের এক কর্মকর্তা জানান, এরশাদ ও তার এক সহযোগী দীর্ঘদিন ধরে মোটর সাইকেল নিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত। এরশাদ আগেও পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। শিরিনের কাছ থেকে খোয়া যাওয়া মোবাইল ফোনটিও পুলিশ উদ্ধার করেছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।