বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অর্থনৈতিক রিপোর্টার : দেশের ৪র্থ প্রজন্মের বেসরকারী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড গত মঙ্গলবার ৫ম বর্ষে পদার্পন করেছে। ব্যাংক তার ৪র্থ বর্ষ পূর্তি উপলক্ষ্যে প্রধান কার্যালয়ে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসাবে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাশিউল হক চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির সহ ব্যাংকের অন্যান্য উর্ধতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহন করেন। দোয়া মাহফিলের শুরুতে ব্যবস্থাপনা পরিচালক এক সংক্ষিপ্ত বক্তব্যে ব্যাংকের ৪র্থ বর্ষ পূর্তিতে সকলকে আন্তরিক সুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি ব্যাংকের এ যাবৎ সংঘটিত বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করেন। ব্যাংক ভবিষ্যতে তার শাখা সম্প্রসারনের পাশাপাশি আরো নিত্য নতুন ব্যাংকিং প্রোডাক্টস ও সেবা নিয়ে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পবিত্র রমজান মাস বিবেচনায় ব্যাংক ৪র্থ বর্ষ পূর্তি উপলক্ষ্যে সকল শাখায় গ্রাহক সমাবেশ, বিশেষ দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।