Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ব্যাংক চোর’ তেমন সাড়া জাগাতে পারেনি

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৭, ১২:০০ এএম

গত শুক্রবার বলিউডের ‘ব্যাংক চোর’, ‘ফুল্লু’ এবং ‘জি কুত্তা সে’ ফিল্ম তিনটি মুক্তি পেয়েছে। এর মধ্যে প্রথমটি আর শেষেরটি নিয়েই যা কিছু আলোচনা হয়েছে। অবশ্য এর মধ্যে কোনটিই বলার মত তেমন সাড়া জাগাতে পারেনি। যা আয় করেছে প্রথমটিই করেছে, তবে তাও সন্তোষজনক নয়। কমেডি ফিল্ম ‘ব্যাংক চোর’ পরিচালনা করেছেন বাম্পি। অভিনয় করেছেন রীতেশ দেশমুখ, রিয়া চক্রবর্তী, বিবেক ওবেরয়, বাবা সেহগাল, সাহিল বৈদ, ভুবন অরোরা এবং বিক্রম থাপা। চলচ্চিত্রটির চিত্রনাট্য নিখুঁত, চলচ্চিত্রায়নও প্রশংসার দাবী রাখে, রীতেশ আর বিবেক পারফর্ম করেছেন ভাল; কিন্তু এতসবের পরও ফিল্মটি তেমন দর্শক টানতে পারেনি। শুক্রবার ১.৪ কোটি রুপি আয়ে ফিল্মটির যাত্রা শুরু হয়, ১.৬৬ কোটি রুপি আয় হয়েছে শনিবার। রবিবারের ১.২৮ কোটি রুপি আয়ে সপ্তাহান্তে আয় হয়েছে ৪.৩৪ কোটি রুপি। সোমবার ফিল্মটি আয় করেছে এক কোটি রুপির কম। ১৫ কোটি রুপি বাজেটের ফিল্মটি ফ্লপ। অভিষেক সাক্সেনা পরিচালিত ড্রামা ফিল্ম ‘ফুল্লু’ মুক্তিতে প্রধান দুই ভূমিকায় অভিনয় করেছেন পুষ্প চৌধারি এবং আনমোল কাপুর। এই ফিল্মটি সপ্তাহান্ত পর্যন্ত আয় করেছে ২.৩ কোটি রুপি।
‘জি কুত্তা সে’র আয় সপ্তাহান্ত পর্যন্ত কোটি রুপির কম।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ