Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের বিশেষ নাটক উসিলা

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: বৃন্দাবন দাসের রচনা ও দীপু হাজরা’র পরিচালনায় নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘উসিলা’। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী, ইভানা, জামিল হোসেন, মাসুদ রানা মিঠু, আশরাফ রবি প্রমুখ। নাটকটি ঈদের ২য় দিন সন্ধ্যা ৬ টায় গাজী টিভিতে প্রচার হবে। নাটকের গল্পে দেখা যায়, বাদশা গ্রামের বেশ ধনাঢ্য একজন ব্যক্তি। বিয়ে করেছেন প্রায় দশ বছর আগে। কিন্তু কোন সন্তান হয় না। আর এই সন্তান না হওয়ার দোষ চাপান তার বউ হামিদার উপর। এ নিয়ে নিজেদের মধ্যে শুরু হয় দ্ব›দ্ব। সন্তান না হওয়াকে উসিলা দাড় করে একই গ্রামের সুন্দরী মেয়ে ছবির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বাদশা। ছবি বিয়েতে রাজী থাকলেও বাধা হয়ে দাঁড়ান ছবির বাবা। কারণ সতীনের ঘরে তার মেয়েকে বিয়ে দেবেন না। তবে বাদশার যদি তার মেয়ের নামে স্থাবর-অস্থাবর সব সম্পত্তি লিখে দেন তাহলে তিনি ভেবে দেখবেন। এদিকে ছেরুও ভালোবাসে ছবিকে। গল্প মোড় নেয় অন্যদিকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ