বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ায় ভ্যাট ফাঁকির অভিযোগে কাস্টম, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহী অফিস অভিযানে র্যাব ও পুলিশের সহযোগিতায় করে ১১শ’ ১৪ বস্তা প্লাস্টিক তৈরির সামগ্রী আটক করেছে। এ ঘটনায় ভ্যাট ফাঁকির অভিযোগে দুটি বিভাগীয় মামলা দায়ের করা হয়।
কাস্টম, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর সহকারী রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩ টায় বগুড়া শহরের কাটনারপাড়া এলাকায় দি নিউ চান্দা ট্রান্সপোর্টের গোডাউন থেকে মালামাল গুলো আটক করা হয়। ।
তিনি জানান,বগুড়া শহরের বিসিক শিল্পনগরীসহ আশেপাশের এলাকায় প্লাস্টিক সামগ্রী ও পলিথিন তৈরির কারখানাগুলোর মালিকরা ঢাকা থেকে এসব মালামাল অবৈধভাবে ক্রয় করে আনে।
সান ট্রেডিং, খান ট্রেডার্স, আব্দুল মজিদ, রাজু, ফিরোজ, আব্দুল হাকিম, বাবলু, রাফুসহ ২৫টি প্রতিষ্ঠানের নামে এসব প্লাস্টিক তৈরির কাঁচামাল ঢাকা থেকে অবৈধভাবে আনা হয়। এসব মালামালের মালিকদের বিরুদ্ধেও ভ্যাট ফাঁকির অভিযোগে বিভাগীয় মামলা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।