বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌর বাজারের উত্তর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বারইয়ারহাট বাজারের মোবাইল ব্যবসায়ী রহমান টেলিকমের মালিক মোহাম্মদ সবুজ (২৫) ও মোশারফ হোসেন রনি (২৪)।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, রহমান টেলিকমের মালিক সবুজ দোকান বন্ধ করে তার চাচাতো ভাই মিশুকের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পৌর বাজারের উত্তর বাইপাস এলাকায় পৌঁছালে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলর তিনজন গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবুজ ও রনিকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।