বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অর্থনৈতিক রিপোর্টার : ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তামাকখাতে যে করারোপের প্রস্তাব হয়েছে তা জনস্বাস্থ্য উন্নয়ন ও এসডিজি অর্জনে বাঁধা সৃষ্টি করবে বলে বিশেষজ্ঞরা বলেছেন। তাদের মতে, প্রস্তাবিত কর-কাঠামো চুড়ান্ত হলে প্রধানমন্ত্রীর অঙ্গীকার (২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত দেশে পরিণত করা) বাস্তবায়ন করা অসম্ভব হয়ে পড়বে।
গতকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ তামাক বিরোধী জোট আয়োজিত সংলাপে বিশেষজ্ঞরা প্রস্তাবিত কর কাঠামোর অসংগতিসমূহ তুলে ধরেন। বাংলাদেশ তামাক বিরোধী জোটের বোর্ড অব ট্রাস্টি এম রফিকুল ইসলাম মিলনের প্রবন্ধ উপস্থাপনায় এবং নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাইদ রানার পরিচালনায় সংলাপে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাউথ ইস্ট এশিয়া অঞ্চলের সাবেক উপদেষ্টা ডা. মো. মোজাহেরুল হক, সাবেক সচিব এটিএম আতাউর রহমান, দৈনিক আমার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাশেম রেজা, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি প্রফেসর ডা. মোল্লাহ ওবায়েদুল্লাহ বাকী, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও ইপিডিমিওলোজি বিভাগের প্রধান ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, সিরাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত, মাদকদ্রব্য ও নেশা বিরোধী কাউন্সিল (মানবিক) এর নির্বাহী পরিচালক এডভোকেট পারভীন আক্তার প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।