Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশ দিয়ে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৭, ১২:০০ এএম

প্রবাসী সাবেক স্বামীর ষড়যন্ত্র ও মিথ্যা মামলায় বিপর্যস্ত খুলনার একটি পরিবার
খুলনা ব্যুরো : কানাডা প্রবাসী সাবেক স্বামী মনিরুজ্জামান মোল্যা ও তার আত্মীয় স্বজনের নানাবিধ ষড়যন্ত্র ও মিথ্যা মামলায় বিপর্যস্ত হয়ে পড়েছেন সাবেক স্ত্রী মুরশিদা জামান ও তার ভাই-বোনরা। একেরপর এক মিথ্যা মামলা ও নানাবিধ ষড়যন্ত্রে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছেন বলে তারা দাবি করেন। সর্বশেষ, অর্থের বিনিময়ে পুলিশকে ম্যানেজ করে মাদক দিয়ে ফাঁসিয়ে মামলায় জড়ানো হয়েছে। এসব ষড়যন্ত্র ও মিথ্যা মামলা থেকে পরিত্রাণ পেতে গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুর্শিদা জামানের বড় বোন প্রয়াত আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলশ হিরনের স্ত্রী আক্তারুন্নাহার হিরন।
উল্লেখ্য, গতকাল দৈনিক ইনকিলাব’র ৮ম পাতায় “ঈদকে সামনে রেখে খুলনায় বাড়ছে পুলিশী হয়রানি : ইয়াবা দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ” শিরোনামের প্রতিবেদনে বিস্তারিত প্রকাশিত হয়েছে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার বোনের খুলনা শহরে কয়েকটি বাড়ি রয়েছে। যেগুলি পৈতৃকভাবে ও আমি এবং আমাদের ভাই-বোনদের আর্থিক সহযোগিতা ও ব্যাংক লোনের মাধ্যমে তৈরী। আমার বোন মুর্শিদার সাথে মনিরুজ্জামানের সম্পর্কের যখন অবনতি, তখন মনিরুজ্জামান মোল্লা একটি বাড়ি যৌতুক হিসেবে দাবি করেন। আমার বোন বাড়ি দিতে অস্বীকৃতি জানালে তখনই নেমে আসে আমাদের ওপর চরম হিং¯্রতা ও একেরপর এক মিথ্যা মামলা।
আক্তারুন্নাহার বলেন, আমি ব্যক্তিগতভাবে মনিরুজ্জামান তার নিজ নামে ঢাকায় একটি ফ্লাট কেনার ব্যাপারে আর্থিকভাবে সহযোগিতা করি। সম্পর্কের অবনতির সঙ্গে সঙ্গে ওই ফ্ল্যাটকে কেন্দ্র করে আমার নামে ৩০ হাজার টাকা আত্মসাতের একটি মিথ্যা মামলা দেয় মনিরুজ্জামান। আমার ছোট ভাই আসাদুজ্জামান প্রতিবাদ করায় মনিরুজ্জজামান তার আপন ভাগ্নে রিয়াজকে দিয়ে তার ওপর আমরা না কি আঘাত করেছি এই মর্মে একটি মিথ্যা মামলা দেয়। যা’ পুলিশ তদন্তে মিথ্যা প্রমাণিত হয়। রিয়াজ তার স্ত্রী পপসির শ্লীলতাহানির অভিযোগ করে মিথ্যা মামলা সাজায়। যেটি আদালত মিথ্যা বলে খারিজ করে দেয়। শুধুমাত্র হয়রানীর উদ্দেশ্যে বানোয়াট মামলা করেই খ্যান্ত হয়নি; এই মনিরুজ্জামান মোল্লা গং ভুয়া ওয়ারেন্ট বের করে আমার ছোট ভাই আসাদুজ্জামানকে হয়রানী করার চেষ্টা করে। বোনকে সহযোগিতা করায় আরও হিং¯্র হয়ে ওঠে মনিরুজ্জামান গং। আর হিং¯্রতার বহিঃপ্রকাশ হিসেবে মনিরুজ্জামান গং পুলিশকে মোটা অংকের টাকা খাইয়ে আমার আর এক ভাই ওয়াহিদুজ্জামান খোকাকে ইয়াবার মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়।
সংবাদ সম্মেলনে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন- আক্তারুন্নাহারের ছোট ভাই আসাদুজ্জামান, ওয়াহিদুজ্জামান খোকা ও তার ক্যান্সার আক্রান্ত স্ত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ