পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো : ঈদে নতুন পোশাক কিনতে চট্টগ্রাম মহানগরীতে এসে লাশ হয়ে ফিরলেন শিরিন আক্তার (২৪)। রিকশায় চড়ে মার্কেটে যাওয়ার পথে তার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয় ছিনতাইকারী। এতে তিনি রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
ছয়দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে যান হতভাগ্য এ তরুণী। তার এ মর্মান্তিক মৃত্যুতে পুরো পরিবারে শোকের ছায়া। পরিবারের ঈদ আনন্দ এখন মাটি। শিরিন আক্তার পটিয়া উপজেলার চক্রশালা এলাকার মরহুম ফজলুল করিমের মেয়ে। ঈদের কেনাকাটা করতে চট্টগ্রাম নগরীর ব্যাটারি গলির বোনের বাসায় এসেছিলেন তিনি। গত ১৩ জুন বোনকে নিয়ে রিকশায় টেরিবাজারে কেনাকাটা করতে যাচ্ছিলেন তারা। নগরীর জামালখানে ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে হ্যাচকা টান দিলে রিকশা থেকে পড়ে গিয়ে আহত হন শিরিন। ওইদিন তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। হাসপাতাল ফাঁড়ির পুলিশ পরিদর্শক জহিরুল জানান, সোমবার রাত ১২টায় মারা যান শিরিন আক্তার।
শিরিনের চাচাত ভাইয়ের স্ত্রী নেবুয়াত আরা সিদ্দিকা বলেন, ১৩ জুন ইফতারের পর রিকশায় করে টেরিবাজার যাচ্ছিল শিরিন। জামালখান এলাকার আইডিয়াল স্কুল সংলগ্ন অংশে মোটর সাইকেলে আসা ছিনতাইকারীরা শিরিনের ব্যাগ ধরে টানা দিলে ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যায় সে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা করেছে বলে জানান নেবুয়াত আরা সিদ্দিকা। এদিকে মামলা করলেও এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান চকবাজার থানার ওসি নুরুল হুদা। গতকাল দুপুরে ময়নাতদন্তের জন্য শিরিনের লাশ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়িতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।