Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক শারেকের বিশেষ সংবাদদাতায় পদোন্নতিতে সাংবাদিকরা সম্মানিত

ইফতার মাহফিলে বক্তারা

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৭, ১২:০০ এএম

কক্সবাজার ব্যুরো : কক্সবাজারের মত মফস্বল শহরে একটি জাতীয় দৈনিকের বিশেষ সংবাদদাতা নিয়োগ পাওয়া একজন সাংবাদিকের জন্য অবশ্যই গর্বের বিষয়। সাংবাদিক শামসুল হক শারেক দেশের অন্যতম শীর্ষ দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা নিয়োগ পাওয়া কক্সবাজারের সকল সাংবাদিকের জন্য সম্মানের বিষয়। গতকাল কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে সাংবাদিক শামসুল হক শারেকের সম্মানে হোটেল সী-গাল রেষ্টুরেন্টে আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তারা একথা বলেন। এজন্য বক্তারা দৈনিক ইনকিলাব কর্তৃপক্ষ ও সাংবাদিক শারেককে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
সাংবাদিক শারেকের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন প্রফেসর একে এম ফজলুল করিম চৌধুরী। বক্তব্য রাখেন- আদর্শ মহিলা কামিল (মাস্টার্স) মাদরাসার প্রিন্সিপ্যাল মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, কক্সবাজার সাহিত্য একাডেমীর সভাপতি, নিউএজ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম, নিউজ টুডের প্রতিনিধি সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী ও কক্সবাজার সাহিত্য একাডেমীর সাধারণ সম্পাদক রূহুল কাদের বাবুল। ইফতার মাহফিল আয়োজনের জন্য ধন্যবাদ জানান সাংবাদিক শামসুল হক শারেক ও শারেক কন্যা ডাক্তার মারজান বিনতে শারেক।
প্রধান অতিথি প্রিন্সিপ্যাল প্রফেসর একে এম ফজলুল করিম চৌধুরী বলেন, সাংবাদিক শারেক তাঁর অনবদ্ধ ৪০ বছরের সাংবাদিকতার পুরষ্কার হিসেবে কক্সবাজারের মত একটি মফস্বল শহরে একটি জাতীয় দৈনিকের বিশেষ সংবাদদাতা হিসেবে পদোন্নতি পেয়েছেন। এজন্য তিনি দৈনিক ইনকিলাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে ফজলুল কাদের চৌধুরী বলেন, আমাদের সাংবাদিকরা যোগ্যতা, দক্ষতা ও নীতি নৈতিকতার কারণে জাতীয়ভাবে পুরষ্কৃত হচ্ছেন। সাংবাদিক শামসুল হক শারেক তাদের একজন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আব্দুল মুনায়েম খাঁন, কামাল হোসেন আযাদ, মুঈনুল হাসান পলাশ, হাসানুর রশীদ, জি এ এম আশেকুল্লাহ, আলহাজ নূরুল ইসলাম হেলালী, আয়ুবুল ইসলাম, ইকরাম চৌধুরী টিপু, ফরহাদ ইকবাল, আনছার হোসেন, গোলাম আজম খাঁন, ইমাম খাইর, ইব্রাহীম খলীল মামুন, সাঈদ আলমগীর, মুহসীন শেখ সহ প্রিন্ট ইলেক্ট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ