বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : সম্প্রতি দৈনিক শিক্ষা ডট কম অনলাইনে সরকার কর্তৃক স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয় করণের প্রক্রিয়া চালু করণ সম্পর্কে সংবাদ প্রচার হওয়ায় ইবতেদায়ী মাদরাসা সংগঠন বাংলাদেশ ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুল ওহাব এবং মহাসচিব মোঃ নুরুল হক এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট মন্ত্রীবর্গকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। শিক্ষক নেতৃবৃন্দ বলেন- বাংলাদেশ আওয়ামী লীগ সরকার অতীত থেকে বর্তমান পর্যন্ত মাদ্রাসা বোর্ড স্থাপন, ইসলামী ফাউন্ডেশন স্থাপন, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় স্থাপন, আলাদা মাদ্রাসা অধিদপ্তর স্থাপন, মাদরাসার অধ্যক্ষ/সুপারসহ সিনিয়র শিক্ষকদের বেতন স্কেলের বৈষম্য দূরীকরণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয় করণ করার প্রক্রিয়া চালু করণসহ ধর্মীয় শিক্ষা তথা মাদরাসা শিক্ষার ক্ষেত্রে এমন সব প্রশংসনীয় এবং অবিস্মরণীয় অবদান রেখেছে যা সত্য সত্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। মাদরাসা শিক্ষার ক্ষেত্রে এ সকল যুগান্তকারী সকল অবদান রাখার কারণে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম স্বর্ণাক্ষরে লিখিত হয়ে থাকবে। যা কখনও মুছে ফেলা সম্ভব হবে না। আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে তাঁরা দাবী করেন যে, এ দেশের সংযুক্ত ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এবং ইবতেদায়ী শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থী বৃন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থী বৃন্দের সমপর্যায়ের ও সমমানের। সার্বজনীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাকে বাস্তবায়ন এবং বিস্তৃত করার লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় এ দেশের সুবিধা বঞ্চিত ও অবহেলিত সংযুক্ত ইবতেদায়ী মাদরাসাসহ একই সঙ্গে সকল ইবতেদায়ী মাদরাসাকে জাতীয় করণ করার জন্য তাঁরা প্রধান মন্ত্রীর নিকট জোর দাবী জানান। সভাপতি এবং মহাসবিচ বলেন, দেশের সকল সংযুক্ত ইবতেদায়ী মাদরাসা এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা একই সঙ্গে জাতীয় করণ করা হলে ইবতেদায়ী শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের প্রতি চির কৃতজ্ঞ থাকবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।