Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ট্রিপল এক্স ফোর’ নিশ্চিত হল দীপিকার জন্য

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৭, ১২:০০ এএম

প্রিয়াঙ্কা চোপড়ার মত দীপিকা পাডুকোনও মনে হচ্ছে হলিউডের দীর্ঘস্থায়ী বাসিন্দা হতে যাচ্ছেন।
তার অভিনয়ে এই বছরের ‘ট্রিপল এক্স : রিটার্ন অফ য্যান্ডার কেইজ’ তাৎক্ষণিক বøকবাস্টারের মর্যাদা লাভ করে। এই বছরে সবচেয়ে সফল চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবে তিনিও আন্তর্জাতিক তারকায় পরিণত হয়েছেন।
চলচ্চিত্রটির সাফল্যের পর পরের পর্বে তিনি থাকবেন কিনা এমন সম্ভাবনার ব্যাপারে মুখ বন্ধ করে আছেন দীপিকা। এদিকে পরিচালক ডেভিড ক্যারুজো জানিয়েছেন সিরিজের চতুর্থ পর্বে কার করার জন্য তৃতীয় পর্বে অ্যাডেলের ভূমিকার অভিনেত্রী রুবি রোজের সঙ্গে আলাপ চলছে।
রুবি আগের ফিল্মকে স্মরণ করে একটি ছবি প্রকাশ করে লিখেছেন : “অ্যাডেলের জন্য প্রশিক্ষণ ভুলতে পারছি না... নতুন রোমাঞ্চকর খবর আসছে।”
ভক্তরা এই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ক্যারুজোকে প্রশ্ন করে সেরিনা আঙ্গার আগামী পর্বে থাকবে কিনা। এর জবাবে পরিচালক বলেন : “অবশ্যই!”



 

Show all comments

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ