বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আইসিটি মামলায় খাজানুর রহমান লিমন (৩৫) নামে এক সাংবাদিককে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। দৈনিক যায়যায়দিন-এর ফুলবাড়ী প্রতিনিধি মো. রজব আলীর নামে ফেইসবুকে কুৎসা রটনার ঘটনায়, অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
আটক সাংবাদিক খাজানুর হায়দার লিমন ফুলবাড়ী পৌর এলাকার কাটাবাড়ী নয়াপাড়া গ্রামের আহের উদ্দিনের ছেলে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসিম হাবিব বলেন,সাংবাদিক খাজানুর হায়দার লিমন ফেইস বুকে দৈনিক যায়যায়দিন এর প্রতিনিধি সাংবাদিক মো. রজব আলীর নামে মিথ্যা বানোয়াট ও কুরুচিপূর্ণ তথ্য ও একটি বিকৃত ছবি পোষ্ট করে তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে, এই ঘটনায় সাংবাদিক মো. রজব আলী বাদী হয়ে গত ২০-০৫-২০১৭ তারিখে ফুলবাড়ী থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা ও মানহানিকর সংবাদ পরিবেশন করার হুমকি দিয়ে চাঁদা দাবীর জন্য ৩৮৫ ও ৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং ২০। এরপর থেকে খাজানুর হায়দার লিমন পলাতক ছিল।
তিনি আরও বলেন, এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটায় মধ্য গৌরীপাড়া থেকে তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।