Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শোক সংবাদ

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৭, ১২:০০ এএম

জাকির হোসেন মোল্লা
ফরিদপুর জেলা সংবাদদাতা : ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা এবং ফরিদপুরের বিশিষ্ট বামপন্থী নেতা জাকির হোসেন মোল্লা ওরফে ননী মোল্লা (৮৪) গত রোববার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ফরিদপুর শহরের আলীপুর মহল্লাস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার দুপুরে ফরিদপুর শহরের চক বাজার জামে মসজিদ ও আলীপুর গোরস্থান মসজিদে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় আলীপুর পৌর কবরস্থানে তাকে দাফন দেওয়া হয়। প্রসঙ্গত মো. জাকির হোসেন মোল্লা দীর্ঘদিন ন্যাপ (মোজাফফর) ফরিদপুর শাখার সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। জাকির হোসেন মোল্লার মুত্যুতে স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর শোক প্রকাশ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ