বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর তানোরের তালন্দ ইউপির কালনা গ্রামের প্রভাবশালী চেরু ও এন্তাজের চরম দৌরাতেœ্য গ্রামবাসী অতিষ্ঠ বলে অভিযোগ উঠেছে। এদিকে তাদের দৌরাতেœ্যর কারণে গ্রামের দুটি কৃষক পরিবার প্রায় বন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে ও জমির কোনো ফসল উঠলে আনতে পারছে না। জানা গেছে, চেরু ও এন্তাজের স্বজনদের কাছে থেকে চলাচলের রাস্তার জন্য জমি কিনেছেন গ্রামের কৃষক সাইদুর রহমান ও সাজ্জাদ আলী। কিন্তু চেরু-এন্তাজ ওই জমির দখল না দেয়ায় দুটি কৃষক পরিবার দীর্ঘদিন ধরে প্রায় বন্দী অবস্থায় রয়েছেন। এদিকে জমির দখল না দিয়ে তারা উল্টো নিরহ কৃষক পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উভয় পক্ষকে থানায় ডাকেন। কিন্তু কৃষক পরিবার থানায় একাধিকবার উপস্থিত হলেও চেরু-এন্তাজ উপস্থিত না হয়ে নানা কৌশলে কালক্ষেপণ করতে থাকে। এদিকে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এএসআই সিরাজ রহস্যজনক কারণে বাদিকে থানায় উপস্থিত করতে বার বার ব্যর্থ হচ্ছেন, আবার বিবাদী বার বার থানায় ডেকে পাঠানো হচ্ছে এতে গ্রামবাসীর মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। গ্রামবাসীর অভিমত তাহলে কি চেরু-এস্তাজ আইনের উর্ধ্বে না কি ? তারা কখনও আইনের আওতায় আসবে। অপরদিকে জমির দখল নিতে গেলে সাইদুর ও সাজ্জাদকে প্রতিনিয়ত প্রাণনাশের এবং বাড়িঘর পুড়িয়ে এলাকছাড়া করার হুমকি দিচ্ছেন চেরু-এন্তাজ।
সূত্রে জানা গেছে, কালনা গ্রামের কৃষক সাইদুর ও সাজ্জাদ চলাচলের জন্যে কালনা মৌজার ৭২৭ ও ৭৩১ আর.এস দাগে ২ শতাংশ জমি ২০১৪ সালের ৩০ অক্টোবর ক্রয় করেন যার দলিল নং-৫০৪৪/১৪। কিন্তু জমি ক্রয়ের পর থেকেই জমির দখলে বাধা হয়ে দাড়ায় চেরু-এন্তাজ গং। তাদের চরম দৌরাতেœ্য পুরো গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। এ ব্যাপারে তালন্দ ইউপির স্থানীয় মেম্বর নূরুল ইসলাম বলেন, এটা চেরু-এন্তাজের বাড়াবাড়ি। তিনি বলেন, আসলেই এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা দরকার। এব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্মা এএসআই সিরাজ বলেন, সত্যিই কৃষক পরিবারের চলাচলের মারাত্মক সমস্যা। কিন্তু বাদীপক্ষ বার বার সময় নিচ্ছেন কি করব এ জন্যে বিষয়টি নিয়ে ঈদের পরে বসা হবে। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, তদন্তকারীকে এই সম্পর্কে বলে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।