Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বপ্নসহ ৩ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীতে অননুমোদিতভাবে বিএসটিআই’র লোগো ব্যবহার, নোংরা পরিবেশে ও অনুমোদন ছাড়া খাবার উৎপাদনের দায়ে তিন প্রতিষ্ঠানকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। গতকাল (সোমবার) র‌্যাব-৭ এর নির্বাহী আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান বলেন, প্রবর্তক মোড় এলাকায় সুপারশপ ‘স্বপ্ন’ তে খিরসা বিক্রি করা হচ্ছিল। এর মোড়কে বিএসটিআইর লোগো ব্যবহারে আইনগত বাধ্যবাধকতা নেই। অথচ তারা বিএসটিআইর লোগো নিজেরাই লাগিয়ে তা বিক্রি করছিল। এই অপরাধে ‘স্বপ্ন’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বাকলিয়ার চর চাক্তাই এলাকার আমান ফুড অ্যান্ড প্রোডাক্ট নামের প্রতিষ্ঠানের কারখানায় অপরিচ্ছন্ন পরিবেশে ও খালি হাতে লাচ্চা সেমাই তৈরি করায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই এলাকার হোসেন ফুড অ্যান্ড কোং নামের একটি প্রতিষ্ঠানে বিএসটিআইর অনুমোদন ছাড়া ‘ডায়মন্ড ব্র্যান্ড’ নাম দিয়ে মিষ্টি দই ও বেলা বিস্কুট মোড়কজাত করে বিক্রি করছে। এ অপরাধে ওই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ