Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারের পতন ঘটিয়ে বিএনপি ঘরে ফিরবে

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৭, ১২:০০ এএম

চৌদ্দগ্রামে বিএনপির আলোচনা সভায় কামরুল হুদা
চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : আওয়ামী লীগ একদলীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করেছে। বাংলার মানুষ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। মানুষ এখন শান্তিপূর্ণ নির্বাচন চায়। তা না হলে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। এক কথায়- সরকারের পতন ঘটিয়ে বিএনপি নেতাকর্মীরা ঘরে ফিরবে। রোববার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে ডলি রিসোর্ট হোটেল মিলনায়তনে পৌরসভা বিএনপি আয়োজিত বিশাল ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদল নেতা ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক শিল্পপতি কামরুল হুদা এসব কথা বলেন। তিনি আরও বলেন, চৌদ্দগ্রামের বিএনপি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। আজকের উপস্থিতি সেটিই প্রমাণ করে। আগামী সব নির্বাচনে বিএনপির প্রার্থীরাই বিপুল ভোটে বিজয় লাভ করবে।
পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক এয়াছিন পাটোয়ারীর সভাপতিত্বে ও সদস্য সচিব হারুন অর রশিদ মজুমদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান মজুমদার মুক্ত, নুর হোসেন বলাই, খোরশেদ কবির শিপন, নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী শহিদ, মোস্তফা কমিশনার, মোঃ হাসান, উপজেলা যুবদলের সভাপতি এম জাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মামুন, পৌর যুবদলের সেক্রেটারী আকতার হোসেন, বিএনপির উজিরপুরের সভাপতি আতিকুল হকসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, তৃণমূল দল, শ্রমিকদল ও তারেক পরিষদের নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ