Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি নেতাদের ওপর হামলাকারীদের শাস্তির দাবি ল-ইয়ার্স কাউন্সিলের

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোটার : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য জাতীয় রাজনৈতিক নেতাদের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইনজীবীদের সংগঠন ন্যাশনাল ল-ইয়ার্স কাউন্সিল। একই সঙ্গে ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে শাস্তির দাবিও করেছে সংগঠনটি। গতকাল সোমবার ন্যাশনাল ল-ইয়ার্স কাউন্সিলের ৫০১ জন আইনজীবির পক্ষে এ্যাড. এস এম জুলফিকার আলী জুনু লিখিত বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।
সুপ্রিম কোর্ট আইনজীবিদের এই সংগঠনটি মনে করেন দেশের শীর্ষ স্থানীয় রাজনীতিবিদদের উপর হামলা ও মিথ্যা মামলায় জড়িয়ে জেলে প্রেরণ করা দেশ ও জাতির জন্য লজ্জাষ্কর এবং দেশের শীর্ষ রাজনীতিবিদদের উপর মধ্যযোগীয় বর্বরোচিত কায়দায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এই সংগঠনটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ