Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাহাড় কাটার বিরুদ্ধে পরিচালিত হবে মোবাইল কোর্ট- পরিবেশ ও বনমন্ত্রী

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আনোয়ার হোসেন মঞ্জু বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে দ্রæত ও জোরাল ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে নিয়মিত মামলা ও এনপোর্সমেন্ট কার্যক্রম পরিচালনার পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করার উদ্যোগ নেয়া হয়েছে বলে সংসদে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। গতকাল সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জামালপুর-২ আসনের এমপি ফরিদুল হক খানের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, জলাভূমি ভরাট করার জন্য চলতি বছরের এপিল মাস পর্যন্ত ৩ কোটি ৮ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। এসময় জলবায়ূ পরিবর্তন ট্রাস্ট ফাÐ হতে সারাদেশে বনায়নের লক্ষ্যে ইতিমধ্যে ১৪৪ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ১৪টি প্রকল্প গ্রহন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। শিল্প বর্জ্য হতে দুষণ হ্রাসের লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে তরল বর্জ্য নির্গমনকারী সবল শিল্প প্রতিষ্ঠানে ‘জিরো টলারেন্স’ পলিসি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানিয়ে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, শিল্প দুষণ থেকে সৃষ্ট পানি যাতে দুষিত না হয় তার জন্য কেন্দ্রিয় বর্জ্য পরিশোধনাগার স্থাপনপূর্বক ১০টি ইকোনোমিক জোন স্থাপনের পরিকল্পণা গ্রহন করা হয়েছে।
তিনি জানান, এ বছরের এপ্রিল পর্যন্ত ২ হাজার ৮৯১টি প্রতিষ্টান হতে পরিবেশ দুষনের জন্য ২৩৪ কোটি ৮ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য এবং তার মধ্যে ১৪৭ কোটি ৯৩ লাখ টাকা আদায় করা হয়েছে। এই সময় কালের মধ্যে ১ হাজার ৫৫৩ টি শিল্প প্রতিষ্ঠানে ইটিপি স্থাপিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ