প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: ২০১২ সালে সঙ্গীতশিল্পী কণার গাওয়া নজরুলগীতি ‘প্রিয় যাই যাই’ গানটির ভিডিও তৈরি করতে প্রায় ১৫ লাখ টাকা খরচ হয়েছিল। গাজী শুভ্রর নির্দেশনায় এতে কণার মডেল হন নিরব। তখন এই ভিডিওটি সর্বোচ্চ ব্যয়বহুল ভিডিও’র রেকর্ড গড়ে। এই রেকর্ডই আবার ভাঙছেন সঙ্গীতশিল্পী কণা। তার গাওয়া ‘খামোখাই ভালোবাসি’ শিরোনামের গানটির ভিডিও তৈরিতে প্রায় ২০ লাখ টাকা ব্যয় করা হয়েছে। এই ভিডিও এখন অডিও বাজারের সর্বোচ্চ। সিএমভি’র প্রযোজনা এবং মোশনরক এন্টারটেইনমেন্টের কারিগরি সহায়তায় তেজগাঁওয়ের কোক ফ্যাক্টরিতে ভিডিওটির শূটিং সম্প্রতি শেষ হয়েছে। গানটি বাংলাদেশের মিউজিক ভিডিওর ইতিহাসে দু’টি মাইলফলক ছুঁয়েছে। একটি ব্যয়বহুল বিচারে, অন্যটি নির্মাণ প্রযুক্তিগতভাবে। কণা বলেন, ‘গানটি রোমান্টিক ধাঁচের, তাই পরিকল্পনা ছিল একটু ডিফারেন্ট কিছু করতে। একঘেয়ে মিউজিক ভিডিও থেকে বের হয়ে হলিউড স্টাইলে, অন্যরকম একটা মিউজিক ভিডিও করার। যেখানে থাকবে গানের সাথে মিল রেখে ভিএফএক্স-এর চমৎকার খেলা, যা এর আগে কখোনই বাংলাদেশের কোনও মিউজিক ভিডিওতে দর্শক দেখেননি। শেষ পর্যন্ত এমন একটি ভিডিও করতে পেরেছি। বিষয়টি নিয়ে খুবই আনন্দিত।’ সোমেশ্বর আলির কথায় এবং সাজিদ সরকারের সংগীত পরিচালনায় ‘খামোখাই ভালোবাসি’ শিরোনামের গানটির মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন পনি আবেদিন। এর আইডিয়া, ক্রিয়েটিভ ডিরেকশন, পোশাক ও কোরিও গ্রাফিতে ছিলেন পরিচালক নিজেই। নির্মাতা জানান, অনেক খাটতে হয়েছে কণাকে এই মিউজিক ভিডিওর জন্য। একটানা ২২ ঘণ্টা শূটিং করতে হয়েছে তাকে। মিউজিক ভিডিওটি সম্পর্কে পনি আবেদিন বলেন, ‘গানের গল্পের থিম অনুযায়ী বন-জঙ্গল বাংলাদেশে যদিও আছে কিন্তু সেখানে গিয়ে শূটিং করা একেবারেই অসম্ভব। তাই আমরা গল্পের কনসেপ্ট মাথায় রেখে সেট সাজিয়েছিলাম একদম অন্যভাবে, যেখানে প্রায় ছোট বড় সব মিলিয়ে ১০০০ গাছ আমাদেরকে ম্যানেজ করতে হয়েছিলো। আর ব্যাকগ্রাউন্ডে ক্রোমার সেটের দৈর্ঘ্য ছিল ১৫০ ফুট। সবার আগে আমাদের মাথায় ছিলো এমন কিছু একটা বানাবো যা এর আগে বাংলাদেশের কোনো মিউজিক ভিডিওতে দেখা যায়নি।’ ৫০ দিনের বেশি লেগেছে ভিডিওটি তৈরি করতে। যেখানে সার্বক্ষণিক একসাথে কাজ করেছে থ্রিডি মডেলার, ভিএফএক্স সুপার ভাইজর, ভিএফএক্স আর্টিস্ট ও কালারিস্ট। ঈদ সামনে রেখে তৈরি এই ভিডিওতে কণাকে একটি সাদা গাউনে দেখা যাবে। এতে ছেলে মডেল ফাইজকেও দেখা যাবে সেল্টিক যুগের রাজকুমারের পোশাকে। প্রযোজক এস কে সাহেদ আলী জানান, শিগগিরই ভিডিওটি মুক্তি পাচ্ছে সিএমভি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।