Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামে ডিবিপুলিশ-মাদক বিক্রেতা গুলিবিনিময় : আহত ৪

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৭, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পুলিশ-মাদক ব্যবসায়ীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে ডিবির ৩ সদস্য ও ১ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। রবিবার দিবাগত মধ্যরাতে চৌদ্দগ্রাম উপজেলার চান্দশী এলাকায় এ ঘটনা ঘটে। কুমিল্লা ডিবিপুলিশের ওসি মো:মঞ্জুরুল করিম জানান- পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলার জগমহনপুর গ্রামের মোঃ আবুল কাশেম ছেলে আকতার হোসেন (২৬) কে গুলিবিদ্ধ অবস্থায় ৭০০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে।
গুলিবিদ্ধ ডিবি সদস্য এসআই আফজাল, কনস্টেবল কামালসহ ৩জন ও মাদক ব্যবসায়ী আকতারকে কুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ ডিবি সদস্য এসআই আফজাল, কনস্টেবল কামালসহ ৩জন ও মাদক ব্যবসায়ী আকতারকে কুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিবি পুলিশের এস আই শাহাজান কামাল জানান, তাদের কাছে সংবাদ ছিলো একদল মাদক ব্যবসীয় মহাসড়কের মিয়াবাজারের চান্দুশী এলাকা দিয়ে মাদক পাচার করছেলো। এময় তাদের প্রতিরোধ করলে মাদক ব্যবসায়ীরা ডিবি পুলিশের উপর গুলিবর্ষন করে করলে পুলিশ পাল্টা গুলি করলে মাদক ব্যবসায়ী আকতার কে ৭ শত বোতল ফেনসিডিলসহ গুলিবিন্ধ অবস্থায় আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ