Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে গেটলক সার্ভিসের উদ্বোধন

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৭, ১২:০০ এএম

শেরপুর (বগুড়া) উপজেলা সংবাদদাতা : সুদীর্ঘ আন্দোলনের মুখে অবশেষে জেলা মোটর মালিক গ্রæপ ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের ক্রয়কৃত মিনিাবাস গাড়ি ৯ হাজার শ্রমিকের প্রাণের দাবি করতোয়া গেটলক সার্ভিসের অন্তর্ভুক্তির অনুমতি প্রদান করেছে। সেই পরিপেক্ষিতে গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলার বাসট্যান্ড এলাকায় জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান মিলনের সভাপতিত্বে ফিতা কেটে মিনিবাস গাড়িটি করতোয়া গেটলক সার্ভিসের উদ্বোধন করেন পরিবহন শ্রমিক ইউনিয়নের আজীবন দাতা উপদেষ্টা জানে আলম খোকা ও আলহাজ্ব আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, কার্যকরি সভাপতি আব্দুল সাত্তার সাদেক, সহ-সভাপতি আব্দুল মতিন শেখ, মিঠু খান, এম এ মান্নান, মকবুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক কবির হোসেন, শাহিন সেখ, আবু রায়হান, শাহিন সরকার, অর্থ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক জুয়েল খান, দপ্তর সম্পাদক হাফিজার রহমান, সমাজকল্যাণ সম্পাদক চান মিয়া, সড়ক সম্পাদক রেজাউল করিম একরাম, সোহের রানা, প্রচার সম্পাদক বাবলু সরাকার, ক্রীড়া সম্পাদক স্বাধীন সরকার, ধর্মীয় সম্পাদক হাবিবুর রহমান, যোগাযোগ সম্পাদক দুলাল সরকার, সহ-সংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, সহ-দপ্তর সম্পাদক জয়েন আলী, সহ-সমাজ কল্যাণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম কাইয়ুম, সহ প্রচার সম্পাদক নুরে আলম শাকিল, সহ-যোগাযোগ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ। উদ্বোধন শেষে দোয়া অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ