Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

শেরপুরে বজ্রপাতে বিদ্যুৎ সাবষ্টেশনের ক্ষতিগ্রস্ত, ৯ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৭, ৫:৩৮ পিএম

শেরপুরের গাজীর খামারে বিদ্যুৎ উপকেন্দ্রে বজ্রপাতে গোটা শেরপুর জেলার বিদ্যুৎ সরবরাহ প্রায় নয় ঘণ্টা বন্ধ থাকে।

আজ ১৯জুন সোমবার ভোর সোয়া পাঁচটার দিকে সাবষ্টেশনে বজ্রপাতের ঘটনার ঘটলে বিদ্যুতের সাবস্টেশনের আউটপুট লাইনের ক্ষতি হয়। এতে সারা জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শেরপুরের নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ দেবনাথ জানান, শেরপুরের গাজীর খামারের ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ সাব-ষ্টেশনের উপর আজ ভোর সোয়া পাঁচটার দিকে বজ্রপাত হলে সেখানে একটি পিটি নষ্ট হয়ে গেলে গোটা শেরপুর জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে জেলার সকল ব্যবসা-বাণিজ্য, মিলকল কারাখানা স্থবির হয়ে পড়ে।

সাবষ্টেশন এবং শেরপুর পিডিবির প্রকৌশলীদের প্রায় ৯ ঘণ্টার চেষ্টায় দুপুর দুইটার দিকে জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ