Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘রক্ত থাকতে ভারতীয় ছবি চলতে দেব না’

| প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৭, ১২:০০ এএম


ঘেরাও কর্মসূচিতে সিনেমার শিল্পীদের অঙ্গিকার
স্টাফ রিপোর্টার  : রক্ত থাকতে ভারতের সঙ্গে যৌথ প্রযোজনার নামে প্রতারণার ছবি এদেশের হলগুলোতে প্রদর্শন করতে দেব না। এ অঙ্গিকার করলেন দেশের শিল্পী কলাকুশলীরা। চলচ্চিত্রের স্টেক হোল্ডারদের ১৪টি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবার গতকাল রাজধানীর ইস্কাটনে অবস্থিত চলচ্চিত্র সেন্সবোর্ড ঘেরাও কর্মসূচি পালনের সময় শিল্পী কলাকুশলীরা এ সব কথা বলেন। সমাবেশেই ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বলেন, ‘রক্ত থাকতে যৌথ প্রযোজনার নামে কোন ভারতীয় সিনেমা বাংলাদেশে চলবে না। সেন্সরবোর্ড টাকা খেয়ে এই ছবি মুক্তি দিচ্ছে। টাকা খায় কিন্তু দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কেন?’ সমাবেশটি প্রথমে তেজগাঁও এফিডিসির সামনে শুরু হয় দুপুর ১২টায়। সেখান থেকে পরবর্তীতে চলচ্চিত্র পরিবারের শতশত শিল্পী কলাকুশলী চলচ্চিত্র সেন্সর বোর্ডের সামনে অবস্থান ধর্মঘট পালন করে। এ সময় চলচ্চিত্র তারকাদের উপস্থিতি ও শ্লোগানে গোটা এলাকা মুখরীত হয়ে উঠে। এসময় যান চলাচলও বন্ধ হয়ে যায়।
ঘেড়াওয়ে কর্মসূচিতে জানানো হয় বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনার নামে ছবি বানানো হলেও যৌথ প্রযোজনার কোন নিয়মনীতি মানা হচ্ছে না। দুই দেশ থেকে সমান সংখ্যক শিল্পী ও কলাকুশলী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করার কথা থাকলেও তা হচ্ছে না। সমাবেশ থেকে চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, বাংলাদেশের চার থেকে পাঁচ লাখ মানুষ চলচ্চিত্রের সাথে জড়িত। তাদের বাঁচাতে হলে এই অনিয়মের যৌথ প্রযোজনা বন্ধ করতে হবে। বঙ্গবন্ধুর হাতে গড়া এই এফডিসিকে বাঁচাতে হলে যৌথ প্রযোজনা বন্ধ করতে হবে। শিল্পী সমিতির সহ-সভাপতি নায়ক রিয়াজ বলেন, যৌথ প্রযোজনার নিয়ম না মানার কারণে সরকার তার রাজস্ব হারাচ্ছে। আমাদের দেশের শিল্পীরা কাজ পাচ্ছেনা। নিয়ম মেনে চললে তারা খেয়ে পড়ে বাঁচতে পারতো। যৌথ প্রযোজনার নামে যারা প্রতারণা করছে তারা ভারতীয় দালাল। তাদের ছবি এদেশে চলবে না।
এসময় মিশা সওদাগরও বক্তব্য দেন। সমাবেশে চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে  জায়েদ খান, সাইমন, ইমন, ফারুক, পরীমনি, বাপ্পী, সান, শিমুল খান, আরজু কায়েস, মৌমিতা, জেসমিন, রুবেল, চিত্রপরিচালক মোহাম্মদ হোসেন জেমি, শাহীন সুমন, বজলুর রশিদ প্রমূখ।



 

Show all comments
  • Laboni ১৯ জুন, ২০১৭, ১২:৩৮ পিএম says : 1
    এতদিন কি করছে এ নায়ক নায়িকা ও পরিচালকরা ওদেরতো অনেক আগেই আন্দোলন করার কথা ঘুমিয়ে থাকো, দেশ ধ্বংস হয়েছে, আরও হয়ে যাক
    Total Reply(0) Reply
  • Muhammad Selim ১৯ জুন, ২০১৭, ১২:৩৯ পিএম says : 1
    শুধু ভারতীয় ছবি নয়, সকল ভারতীয় টি,ভি চ্যানেল এবং নাটক সিরিয়ালও।
    Total Reply(0) Reply
  • Mohammed Saleh Bablu ১৯ জুন, ২০১৭, ১২:৪০ পিএম says : 1
    দল মত নির্বিশেষে এই মুহূর্তে ভারতীয় আগ্রাসন প্রতিহত করার আহ্বান জানাই ।
    Total Reply(0) Reply
  • Mohammad Alam ১৯ জুন, ২০১৭, ১২:৪১ পিএম says : 1
    ভারতীয় ছবি শুধু না সাথে টিভি চেনেলগুলিও বন্ধ করতে হবে ।
    Total Reply(0) Reply
  • Mostafa Jamil ১৯ জুন, ২০১৭, ১২:৪২ পিএম says : 1
    চলছে তো ঠেকাতে তো পারছেন না ৷
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ