বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চন্দনাইশ (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা: চট্টগ্রামের চন্দনাইশে পাহাড় ধসে বিপর্যয় ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ ও জেলা পুলিশ সুপার কর্তৃক গতকাল রোববার চন্দনাইশ থানা মাঠে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনার সভাপতিত্বে উক্ত আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিআইজি চট্টগ্রাম রেঞ্জের এস.এম. মনিরউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কুসুম দেওয়ান, মাহমুদা বেগম, মোঃ এমরান ভূঁইয়া, এএসপি হেড কোয়ার্টার মোঃ জিয়াউর রহমান, এএসপি সার্কেল আনোয়ারা মোঃ মফিজ উদ্দিন, চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ের ডিএসবি মহিউদ্দিন মাহমুদ, চন্দনাইশ থানার ওসি মোঃ ফরিদ উদ্দিন খন্দকার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো ছিলেন বাঁশাখালী থানার ওসি মোঃ আলমগীর হোসেন, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনু, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবীবুর রহমান, আহমদুর রহমান ডিলার, আবদুল্লাহ আল নোমান বেগ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বক্তাগণ চন্দনাইশ উপজেলাসহ বিভিন্ন এলাকার পাহাড়ের পাদদেশে ঝুকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদেরকে সরিয়ে নেওয়ার ব্যাপারে প্রশাসনের আশু হন্তক্ষেপ কামনা করেন। পুলিশের এই উদ্যোগকে অতিথিবৃন্দ প্রশংসা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।