বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : নোয়াখালীর বসুরহাট পৌরসভার বাজেট ঘোষণা করেছেন তিন বারের নির্বাচিত জনপ্রিয় মেয়র আবদুল কাদের মির্জা। উক্ত পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা রাস্তা, বিদ্যুৎ সহ উন্নয়নমূলক কাজগুলোকে প্রাধান্য দিয়ে এই বাজেট ঘোষণা করা হয়। নতুন করে কোন প্রকার কর আরোপ ছাড়াই এ বাজেট ঘোষণা করলেন তিনি। গতকাল রোববার বিকেল ৪টায় পৌরসভার সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মাধ্যমে ২০১৭-২০১৮ সালের ৫২ কোটি ৭৩ লক্ষ ২০ হাজার ৫৪৩ টাকার বাজেট ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বী, সহকারি কমিশনার (ভ‚মি) তাহমিনা পারভীন, পৌরসভার সচিব হামিল উল্যাহ, নির্বাহী প্রকৌশলী আবদুর ছাত্তার, প্যানেল মেয়র আবুল খায়ের, কাউন্সিলর এ.বি.এম ছিদ্দিক, ছায়েদুল হক বাবুল, হারুনুর রশিদ সাহেদ, তৌহিদুল ইসলাম, রাসেল, তাহেরা ফিরোজ, মোশারফ হোসেন নাহিদ, জোৎস্না আক্তার, সোহাগ হাজারী, বিশিষ্ট শিল্পপতি বাবু অরবিন্দ ভৌমিক, বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি রেয়াজুল লিটন, সম্পাদক আবদুল মতিন লিটন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আনোয়ার তোহা, সম্পাদক জাফর উল্যাহ পলাশ সহ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।