Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বজ্রপাত থেকে বাঁচতে বেশি বেশি তালগাছ লাগান -নরসিংদীর ডিসি

| প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৭, ১২:০০ এএম


নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার  : অতিরিক্ত বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বেশি করে তাল গাছ লাগানোর উপর গুরুত্ব আরোপ করেছেন নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। গতকাল রোববার তিনি নরসিংদী জেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভায় বক্তৃতাকালে তালগাছ লাগানোর উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অবাধে বৃক্ষ নিধন প্রাকৃতিক দুর্যোগের একটি অন্যতম কারণ। বিশেষ করে আমাদের গ্রামগুলোতে একসময় প্রচুর সংখ্যক তালগাছ ছিল। ঝড় বৃষ্টির সময় বজ্রপাত হলে এসব বড় বড় তালগাছ বজ্রের বিদ্যুৎ শক্তিগুলোকে টেনে নিয়ে মাটির গভীরে ঢুকিয়ে দিতো। কিন্তু বর্তমানে পৃথিবীর বায়ূমন্ডলে কার্বনডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড ও সিএফসি (ক্লোরো ফ্লোরো কার্বন) গ্যাস, অতিরিক্ত নিঃসরণের কারণে পৃথিবীর তাপমাত্রা আশংকাজনক হারে বেড়ে চলেছে। সাথে সাথে বেড়ে চলেছে বজ্রপাতের মত প্রাকৃতিক দুর্যোগ। তালগাছ না থাকায় বজ্র শক্তিগুলো এখন পতিত হচ্ছে মানুষের উপর, মানুষের স্থাপনার উপর। কাজেই বজ্রশক্তির হাত থেকে বাঁচতে হলে বেশী বেশী তালগাছ লাগাতে হবে। গ্রামে গ্রামে তালগাছ লাগানোর জন্য সরকারের পক্ষ থেকেও  তাগিদ দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ