Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম সিনেমায় নিজ নামের গানে সানাই

| প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: প্রথম সিনেমাতেই নিজ নামে গান দর্শকদের উপহার দিতে যাচ্ছেন নবাগতা সানাই। ‘ভালোবাসা টোয়েন্টি ফোর সেভেন’ সিনেমায় নিজ নামে একটি গান রয়েছে তার। সিনেমাটি পরিচালনা করছেন গাজী মাহবুব। সানাই বলেন, বেশ কিছু টিভিতে মডেল হিসেবে কাজ করেছি। এরপরই এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলাম। আমার এটা ভেবে খুবই ভালো লাগছে যে প্রথম সিনেমায় অভিনয় করতে গিয়ে নিজ নামে গান পাচ্ছি। গানটির কথা লিখেছেন কবির বকুল। কন্ঠ দিবেন ইমরান। সঙ্গীত পরিচালনা করবেন শওকত আলী ইমন। গানটির শূটিং ঈদের পরই শুরু হবে। আশা করি, দর্শক গানটি পছন্দ করবেন। ‘ভালোবাসা টোয়েন্টি ফোর সেভেন’ সিনেমায় সানাই-এর নায়ক জায়েদ খান। অন্যান্য চরিত্রে অভিনয় করবেন সোহেল রানা, আনোয়ারা, রেসি, ইলিয়াস কোবরা, ডিজে সোহেলসহ অনেকে। এদিকে ‘প্রেমের তাজমহল’ খ্যাত পরিচালক গাজী মাহবুব বলেন, ভালো একটি সিনেমা দর্শকদের উপহার দেবার চেষ্টা থাকবে আমার। সানাই নতুন হলেও ওর মধ্যে আমি সম্ভাবনা দেখেছি। শিক্ষিত মেয়ে। অভিনয়ের প্রতি দুর্বলতা রয়েছে। শুরুতেই বলেছে, আমি যতদিন কাজ করবো ভালো কাজ করতে চাই। ওর এই কথাটা আমার ভালো লেগেছে। সানাই রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ নিয়ে পড়াশোনা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ