Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬ পর্বের ধারাবাহিক নসু ভিলেন

| প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন রাত ৭.৪০ মিনিটে প্রচারিত হবে ৬ পর্বের ধারাবাহিক ‘নসু ভিলেন’। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আ.খ.ম.হাসান, আরফান আহমেদ, শখ, তানজিকা, শাহানাজ খুশি, আল মামুন, জামিল প্রমুখ। তিন ভাই নওশের আলী, সমশের আলী, জমশেদ আলী। গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান। বাবা মারা যাবার পর উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিই তাদের একমাত্র আয়ের পথ। তিন ভাই-ই অলস, কর্ম বিমুখ। বিয়ে করেছে। কার বউ বেশী সুন্দরী এ নিয়ে প্রতিযোগিতা এবং ঝগড়া করা প্রতিদিনের ঘটনা। বউদের মধ্যেও একই ধরণের দ্ব›দ্ব রয়েছে কোন ভাই সবচেয়ে সুদর্শন। বউয়ে বউয়েও এ নিয়ে ঝগড়া বাধে। এলাকার মানুষজন বেশ উপভোগ করে। ভাইদের মধ্যে নওশের আলী যাকে এলাকার সবাই নসু বলে ডাকে। শখের যাত্রাদলে ভিলেনের অভিনয় করায় তার নামের সাথে ভিলেন শব্দটা যুক্ত হয়ে গেছে। উপাধিটা এক সময় উপভোগ্যই ছিলো নওশের আলীর কাছে। কিন্তু বর্তমানে সেটি তার চেহারা এবং কর্মকান্ডের নেতিবাচক গুণ হিসেবে ব্যবহার করে প্রতিপক্ষ। বিশেষ করে অন্য দুই ভাই। তাদের যুক্তি চেহারা ভালো হলে কি ভিলেনের অভিনয় করতে হয়?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ