Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইট কামস অ্যাট নাইট

| প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

ট্রে এডওয়ার্ড শাল্টস পরিচালিত হরর চলচ্চিত্র ‘ইট কামস অ্যাট নাইট’। একমাত্র পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ক্রিশা’ (২০১৫) ছাড়া শাল্টস একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।
সারা দুনিয়ায় এক অতিপ্রাকৃতিক শক্তি ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছে, অজানা সংখ্যক মানুষ এর হাতে মৃত্যুবরণ করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পল (জোল এজারটন) তার একমাত্র সন্তান আর স্ত্রীকে নিয়ে প্রত্যন্ত অঞ্চলের একটি বাড়িতে আশ্রয় নিয়েছে। রাতটা তারা ঘরের ভেতরও কাটায়। প্রাণরক্ষার জন্য তাদের সারাটা দিন কঠিন নিয়মকানুন মেনে চলতে হয়। এই পরিস্থিতি যখন যখন সবার কাছে পরিচিত হয়ে ওঠে সেসময় একটি পরিবার তাদের কাছে আশ্রয় প্রার্থনা করে। আশ্রয় দেবার পরই সন্দেহ, সংশয় আর অবিশ্বাস আরও প্রকাশ পেতে থাকে বাড়িটিতে আশ্রয় নেয়া মানুষদের মধ্যে। একসময় এমন পরিস্থিতির এক সৃষ্টি হয় যখন শুধু নিজের আত্মার মূল্যেই পল তার পরিবারকে রক্ষা করতে পারবে।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ