Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় এক শিশুকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা আটক ১

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৭, ৪:৩৫ পিএম

পাবনা জেলা সংবাদদাতা : পূর্ব বিরোধের জের ধরে পাবনায় এক শিশুকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে জেলার আমিনপুর থানা এলাকার আহমেদপুর ইউনিয়নের আলাদিপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুলাল হোসেন নামে এক ব্যাক্তিকে আটক করেছে। নিহত শিশু হাফিজ উদ্দিন (৮) একই গ্রামের রাজমিস্ত্রি রজব আলীর পুত্র।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা জানিয়েছেন, পারিবারিক পূর্ব বিরোধের জের ধরে আলাদিপুর গ্রামের রজব আলীর পুত্র হাফিজকে শনিবার বিকেলে প্রতিবেশী দুলাল হোসেনের পুত্র সেলিম হোসেন কুপিয়ে ও শ^াসরোধ করে হত্যা করে। পরে নিজ ঘরে শিশুটির লাশ পুঁতে রাখে। পরে শনিবার দিবাগত রাত ২ টার দিকে সেলিমের পিতা দুলাল হোসেন লাশটি গুম করার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে লাশ গুমের সত্যতা পায়। তারা দুলাল হোসেনকে হাতে -নাতে ধরে ফেলে এবং মারপিট করে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে এবং দুলালকে লাশ গুম করার অপরাধে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ঘটনার মূল হোতা দুলাল হোসেনের পুত্র সেলিম হোসেন ঘটনার পর পরই আত্মগোপন করে বলে ওসি জানান । ওসি আরো জানান, এই ঘটনায় অন্য আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আত্মগোপনে থাকা সেলিম হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে।  



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ