বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম ব্যুরো : অতর্কিতে হামলায় আহত ও রক্তাক্ত অবস্থায় রাঙ্গামাটি পার্বত্য জেলায় আর না গিয়ে চট্টগ্রাম শহরে ফিরে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরের পর তিনি নেতৃবৃন্দকে সাথে নিয়ে বন্দরনগরীতে ফিরে আসেন। মহাসচিব বলেছেন, এ মুহূর্তে আমার বা কারোরই জীবনের নিরাপত্তা নেই। তাই সেখানে কিভাবে যাওয়া সম্ভব’। তিনি হামলায় হামলায় কাচের আঘাতে রক্তাক্ত হয়েছেন। অপর আহত রক্তাক্ত নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমার খুব রক্ত ঝরছে। এখন কথা বলতে পারছি না।’
রাঙ্গামাটির পাহাড় ধসের দুর্গত এলাকাগুলো পরিদর্শনে যাওয়ার পথে রাঙ্গুনিয়ায় উক্ত হামলার জন্য সরকার দলীয় ক্যাডারদের দায়ী করেছেন নেতৃবৃন্দ।
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে হামলা করা হয়েছে। হামলায় বিএনপি মহাসচিব ফখরুল ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন। আর দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আহত হয়ে রক্তাক্ত হয়েছেন। মহাসচিব ও তার গাড়িও ভাঙচুর করা হয়েছে। পার্বত্য জেলা রাঙ্গামাটিতে পাহাড় ধসে বিধ্বস্ত এলাকা এবং ক্ষতিগ্রস্তদের দেখতে যাওয়ার পথেই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এই আচমকা আক্রমণ করা হয়েছে। আহত নেতৃবৃন্দ এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রাথমিক চিকিৎসা নিচ্ছিলেন।
মির্জা ফখরুলের গাড়িবহরে অন্যান্য নেতার মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম বিএনপির নেতারা জানান, তারা সকালে কাপ্তাই হয়ে রাঙ্গামাটির পথে যাচ্ছিলেন। পথিমধ্যে কাপ্তাই সড়কের ইছাখালী গোচরা এলাকায় তাদের গাড়িবহরে অতর্কিতে হামলা হয়। এ ঘটনায় রাঙ্গুনিয়াজুড়ে সাধারণ জনগণ স্তম্ভিত হয়ে গেছেন। সৃষ্টি হয়েছে ভীতিকর অবস্থা।
নেতৃবৃন্দ জানিয়েছেন, অন্তত ২০ থেকে ২৫ জন লোক হঠাৎ সড়কের উপর তাদের গাড়িবহরে অতর্কিতে লাঠিসোঁটা, রামদা, ধারালো অস্ত্রসহ ঝাঁপিয়ে পড়ে। বিএনপি নেতারা জানান, মহাসচিব ও আমীর খসরুও গাড়ির কাচ ভেঙে দিয়েছে হামলাকারীরা। গাড়ি তছনছ করা হয়েছে।
মহাসচিব জানান, গাড়ির ভাঙা কাচ আমার শরীরে এসে লেগেছে। তাছাড়া আরও ৬ থেকে ৮ জন বিএনপি নেতা এ হামলায় আহত হয়েছেন। তবে আচমকা এ হামলার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। হামলা চালিয়ে হামলাকারীরা নির্বিঘ্নে পালিয়ে গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ জানান, হামলায় আমার হাত দিয়ে রক্ত ঝরছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।