বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়নর যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিশ্চয়ই রাঙামাটিতে ক্ষমতাসীনরা এমন কিছু ঘটিয়েছে, যাতে বিরোধী নেতারা সেখানে গেলে থলের বিড়াল বেড়িয়ে আসতে পারে, এমন আশঙ্কা থেকেই ন্যক্কারজনক হামলা চালিয়েছে ক্ষমতাসীন দলের ক্যাডাররা।
তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনেও আমাদের বাধা দেয়া হচ্ছে, এতেই বুঝা যায় সরকার কতটা স্বৈরাচার হয়ে উঠেছে।
তিনি পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
রবিবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার সময় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ ৪ জন আহত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে বিএনপি মহাসচিবের গাড়িবহর রাঙ্গুনিয়ার ইছাখালীতে পৌঁছার পর এ হামলা চালানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।