বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গৌরীপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : রেলের নারী ওয়েমেন শারমিন আক্তার (২৫) এর ওপর সন্ত্রাসী হামলায় জড়িত ঈশ্বরগঞ্জ রেলের স্টেশন মাষ্টার ফখর উদ্দিনের অপসারণের দাবিতে গতকাল শনিবার বেলা ১১টায় ময়মনসিংহের গৌরীপুর জংশনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রেলের কর্মচারীগণ। ঈশ্বরগঞ্জ রেলওয়ে স্টেশনে (গ্যাং নং-১৩) কর্মরত নারী ওয়েমেন শারমিন আক্তারের ওপর শুক্রবার বেলা ১১টার দিকে ওই স্টেশন মাস্টারের নেতৃত্বে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাড়াটিয়া সন্ত্রাসীরা এ হামলা চালায়। এতে আহত হন শারমিন আক্তারসহ তার স্বামী জাহাঙ্গীর আলম, কিম্যান জামাল ও মেইট আব্দুল আলী। এ ব্যাপারে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় ওই দিনই একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে ঘটনার পরদিন উক্ত সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত স্টেশন মাস্টার ফখর উদ্দিনের অপসারণ ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে গৌরীপুর জংশনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রেলের কর্মচারীগণ। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ রেলওয়ে ৪র্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রিয় কমিটির যুগ্ন সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, ময়মনসিংহ শাখার সম্পাদক এম এ মতিন, সদস্য সুমন মিয়া, নান্নু মিয়া, গৌরীপুর রেলওয়ে শ্রমিকলীগের কার্যকরী সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ন আহবায়ক ইলিয়াছ আলী, সম্পাদক মোঃ মামুনুর রশিদ, রেলের ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি গৌরীপুর শাখার উপদেষ্টা মোঃ মোস্তাফা, সভাপতি ছাইদুর রহমান, কার্যকরী সভাপতি মোঃ ইব্রাহীম, অতিরিক্ত সম্পাদক সালেহ আহাম্মেদ, যুগ্ন সম্পাদক সুদন সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসাইন, অর্থ সম্পাদক হযরত আলী, প্রচার সম্পাদক খোকন মিয়া, সহ-দপ্তর সম্পাদক কামাল মিয়া, মহসিন রেজা প্রমুখ। আহত শারমিন আক্তার বলেন, রেলের গাছ থেকে কাঁঠাল পাড়া ও পূর্ব শুত্রæতার জেরে স্টেশন মাস্টার ফখর উদ্দিনের নেতৃত্বে স্থানীয় ভাড়াটিয়া সন্ত্রাসীরা এ হামলা চালায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।