বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীতে জুতার ভেতর দিয়ে ইয়াবা নিয়ে আসার সময় দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের কাছ থেকে ৩ হাজার ৩শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং গ্রামের মোঃ রাসেল (২৬) এবং সীতাকুন্ডের বড় কুমিরার মোঃ রায়হান (২০)। গত শুক্রবার রাত ১২টায় নগরীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাটের বিআইডবিøউটিএ অফিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক (মহানগর) তপন কান্তি শর্মা জানান, রায়হান পায়ের চেয়ে বড় জুতা পড়েছিল। মোজায় ইয়াবা ভরে সেগুলো জুতার ভেতরে নিয়ে এসেছিল। দুই জুতার ভেতরে ২ হাজার ৩শ’ পিস ইয়াবা পাওয়া গেছে। বাকি এক হাজার পিস পাওয়া গেছে রাসেলের পকেটে। তারা কক্সবাজার থেকে বাসে এসে শাহ আমানত সেতু এলাকায় নেমে রিকশায় করে অলংকার মোড় যাচ্ছিল। সেখানে ক্রেতার কাছে ইয়াবাগুলো সরবরাহের কথা ছিল। তাদের বিরুদ্ধে নগরীর সদরঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।