বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা ঃ ছাগলনাইয়ায় ডাকাতির চেষ্টাকালে ডাকাতদের চিনে ফেলায় ৯ম শ্রেণীর স্কুল ছাত্রী রহিমা আক্তারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালায় ডাকাতদল। মেয়েকে বাঁচাতে এগিয়ে আসলে স্কুল ছাত্রী রহিমার মাতা খুরশিদা আক্তারকেও (৪৬) কুপিয়ে ও পিটিয়ে আহত করে। মুমুর্ষু অবস্থায় এলাকাবাসী রহিমাকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ধারালো অস্ত্রের কোপে রহিমার ঘাড় ৬ ইঞ্চি কেটে যায়। তার ঘাড়ে ও হাতে ৮টি সেলাই দেয়া হয়েছে। ঘটনার সাথে জড়িত পুলিশ ইসমাঈল (২৬) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে। এ ঘটনাই রহিমার পিতা আবদুল হাই বাদী হয়ে গতকাল শনিবার ঈসমাঈলকে প্রধান আসামী করে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করেছে। রহিমার পিতা, স্থানীয় ইউপি সদস্য ইসমাঈল মজুমদার ও এলাকাবাসী জানায়, ঘটনারদিন রাতে রহিমা ও তার মাতা খুরশিদা সেহেরী খাওয়ার জন্য ঘুম থেকে উঠে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হওয়ার পর পূর্ব থেকে উৎপেতে থাকা একই গ্রামের নুরুল ইসলামের পুত্র চিহিৃত সন্ত্রাসী ইসমাঈলের নেতৃত্বে একদল ডাকাত ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে রহিমা ও তার মাতা মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘরের অন্য সদস্যরা চিৎকার শুরু করলে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।