Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে কর্দমাক্ত সড়ক চলাচলের অনুপযোগী

| প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুরের সদর ইউনিয়েনের সদরের আদর্শপাড়া বাচ্চু মোল্লার বাড়ি থেকে পশ্চিম রাজাপুর চটিখোলা (সাড়ে চারআনি) সোয়া কিলোমিটার সংযোগ সড়কটি মাত্র ২শ’গজ কর্দমাক্ত অংশের কারণে কয়েক লাখ টাকার ব্যয়ে নির্মিত পাকা সড়ক কাছে আসছে ওই এলাকার ৩ শতাধিক পরিবারসহ আশপাশের গ্রামের মানুষের। সরেজমিনে ঘুরে দেখা গেছে, আদর্শপাড়া বাচ্চু মোল্লার বাড়ি থেকে পিচ ঢালা সড়কটি এলাকার মজিদ হাওলাদারের বাড়ি পর্যন্ত ১কিলো মিটার পাকা করা হলেও মাত্র ২শ’গজ কর্দমাক্ত কাচা থাকায় বর্তমান বর্ষার মৌসুমে কর্দমাক্ত হয়ে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। ফলে কয়েক টাকা ব্যয়ে পাকা করা সোয়া ১ কিলোমিটার সড়কটি কাজে আসছে না ওই এলাকার জনগনের। এ দিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ বরছে। স্থানীয়রা জানান, ওই সড়কটির আশপাশের ৩ শতাধিক পরিবারসহ সদর ইউনিয়নের ১০টি গ্রামের কয়েক হাজার পরিবারের লোকজন চলাচল করে। রাজাপুর কলেজসহ ওইসব গ্রামের শিক্ষার্থীরাও ওই সড়কটি দিয়ে যাতায়াত করছে। কিন্তু বর্তমানে কর্মসৃজন প্রকল্পের আওতায় ২নং ওয়ার্ডের মেম্বর বেল্লাল হোসেন ওই কাচা সড়কে কাদা মাটি ফেলে সংস্কার করায় বর্ষায় হাটু সমান কর্দমাক্ত হয়ে একেবারেই চলাচলের অনুযোগী হয়ে পড়েছে। রোজার মধ্যে মুসুল্লিারা ওই এলাকার খলিফা বাড়ির জামে মসজিদে গিয়ে নামাজ আদায়ে বিঘœ ঘটছে চরমভাবে। কোমলমতি শিশুরাও সঠিকভাবে স্কুলে যেতে পারছে না। এছাড়া ওই ২শ’ গজ রাস্তা খারাপ হওয়ায় ওই সড়কে এ্যাম্বুলেন্সসহ কোন গাড়ি প্রবেশ না করায় রোগীদের যাতায়াতেও চরম সমস্যার সম্মূখিন হতে হচ্ছে। সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বর বেল্লাল হোসেন জানান, সড়কটির ওই অংশ কর্দমাক্ত হওয়ায় জনগনের সমস্যা হচ্ছে,পাকা করা জরুরি। উপজেলা এলজিইডির প্রকৌশলী লুৎফর রহমান জানান, বিষয়টি খোজ নিয়ে সমস্যা সমাধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ