Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় আ.লীগের দলীয় মনোনয়ন পেতে ২৩ প্রার্থীর দৌড়ঝাঁপ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

| প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা থেকে : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় আওয়ামী লীগ দলীয় মনোয়ন পেতে ২৩ জন প্রার্থী জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জেলার চারটি আসনে মনোনয়ন পেতে প্রার্থীরা ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের মন জয় করতে মরিয়া হয়ে উঠেছেন। জন সমর্থন নিজের পক্ষে রয়েছে প্রমাণ করতে কোমর বেঁধে অনেকেই আবার রয়েছেন মাঠে ময়দানে। তবে জন সর্মথনে যার অবস্থান সবচেয়ে ভালো থাকবে তিনিই পাবেন দলীয় মনোনয়ন।
সাতক্ষীরার চারটি আসনে যারা মনোনয়ন পেতে আগ্রহী তারা হলেন, সাতক্ষীরা ১ আসনে (তালা-কলারোয়া) সাবেক এমপি ও জেলা আ.লীগের সাবেক সভাপতি প্রকৌশলি মুজিবুর রহমান, জেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, সাবেক এম.এল.এ শহীদ বীর মুক্তিযোদ্ধা স.ম আলাউদ্দিনের মেয়ে এবং জেলা মহিলা আ.লীগের যুগ্ম সম্পাদদিকা স্কুল শিক্ষিকা লায়লা পারভিন সেঁজুতি, তালা উপজেলা আ.লীগের সভাপতি শেখ নূরুল হক, সাবেক এমপি ও কালারোয়া উপজেলা আ.লীগের সাবেক সভাপতি বিএম নজরুল ইসলাম, তালা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সভাপতি ফিরোজ আহমেদ স্বপন।
সাতক্ষীরা-২ আসন (সদর) আসনে সাতক্ষীরা জেলা আ.লীগের সহ-সভাপতি ও বর্তমান এমপি মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম, জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক, দৈনিক কালের চিত্রের সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও কেন্দ্রীয় আ.লীগের সাবেক উপ-কমিটির সহ-সম্পাদক এবং জেলা আ.লীগের সদস্য আ.হ.ম তারেক উদ্দীন, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, দৈনিক ভোরের পাতা সম্পাদক ড. কাজী এরতেজা হাসান জজ এবং সদর উপজেলা আ.লীগের সভাপতি এস এম শওকত হোসেন।
সাতক্ষীরা-৩ (দেবহাটা-আশাশুনি ও কালিগঞ্জের একাংশ) আসসনে সাবেক স্বাস্থ্য মন্ত্রী, জেলা আ.লীগের সহ-সভাপতি ও দলের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং বর্তমান এম.পি ডাঃ আ.ফ.ম রুহুল হক, সাবেক সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা লেঃ কর্ণেল জামায়েত হোসেন, নর্দান ইউনিভার্সিটির ভিসি প্রফসর ড. ইউসুফ আব্দুল্লাহ, জেলা আ.লীগের সভাপতি ও সাবেক এমপি মুনছুর আহমেদ এবং আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি এ.বি.এম মোস্তাকিম।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জের একাংশ) আসনে শ্যামনগর উপজেলা আ.লীগের সভাপতি ও বর্তমান এমপি এস এম জগলুল হায়দার, শ্যামনগর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি শফিউল আযম লেলিন, কালিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সাঈদ মেহেদী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ